পাত্র-পাত্রী নির্বাচনে রাহু ও কেতুর ভূমিকা by Online Wedding Astrologer

July 13, 2022

Online Wedding Astrologer

পাত্র-পাত্রী নির্বাচনে রাহু ও কেতুর ভূমিকা by Online Wedding Astrologer

হিন্দু শাস্ত্র মতে বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর যোটক বিচার একটা আমাদের কাছে রীতি। বিস্তারিতভাবে বলতে গেলে পাত্র-পাত্রীর শারীরিক ,মানসিক ও আবেগপ্রবণতা প্রাথমিকভাবে দুজনের বিচার করে দেখার প্রয়োজন হয় ।অপর ভাবে ব্যবসার সঙ্গী বা বিজনেস পার্টনার বা সহকর্মীর সঙ্গে সামঞ্জস্য বা সংগতিও এই বিচারের মাধ্যমে দেখে নেওয়া যেতে পারে ।এর মাধ্যমে দুটি পারস্পরিক জন্ম ছকের মধ্যে কি কি বৈষম্য বা সাদৃশ্য তা পরিষ্কারভাবে ফুটে ওঠে।


এখন এই বিচারে রাহু ও কেতুর ভূমিকা দুজনের ক্ষেত্রে কি হতে পারে তা বিশ্লেষণ করে দেখা যাক।

  1. পারস্পরিক দুটি জন্ম ছকে রাহু বা কেতু যদি বিপরীত ঘরে অবস্থান করে তবে সাধারণত তাদের মধ্যে বোঝাপরা ও একে অপরের সাহায্যকারী হয়ে থাকে।
  2. জাতক বা জাতিকার জন্ম ছকে রাহু ও কেতুর উপর কোন শুভদৃষ্টি বা কোন মিত্র গ্রহের মিলন হইলে তার ফলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মিলন হয় আবার অশুভ দৃষ্টি বিচ্ছেদ ঘটাতে পারে।
  3. এই যোটক বিচার এ কেতু, রাহুর থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে।
  4. কোন ছকে রাহু বা কেতুর অবস্থান কোন একটি নির্দিষ্টভাবে হলে এবং অপর ছকে অর্থাৎ পার্টনার চাটে ওই একই ভাবে কোনো গ্রহের ।অবস্থান হলে সে ক্ষেত্রে ওই গ্রহের শক্তি বা ক্ষমতা,
    রাহুর থেকে বেশি হয়।অপরপক্ষে কোনো জন্ম ছকে কেতু র অবস্থান এবং বিপরীত ছকে গ্রহের অবস্থান কেতু অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে।
Online Wedding Astrologer

একটি নির্দিষ্ট ভাবে রাহুর অবস্থান ও অপর ছকে অন্য গ্রহের অবস্থান

রবি- এই অবস্থান খুবই আশাবাদী নিজেদের মধ্যে সমঝোতা ও সহযোগিতা থাকবে। এখানে সহায়ক গ্রহটি অনেক তাৎপর্যপূর্ণ ।তাই রাহুর অবস্থানকারী ব্যক্তির থেকে অনেক সাহায্য পাবে। রবি যেহেতু স্বাত্তিক গ্রহ তাই দুজনেরই উন্নতি করবে।


চন্দ্র- এটাও খুব সাহায্যকারী অবস্থান দুপক্ষের। পারস্পরিক সমঝোতা, ভালোবাসা ,আকর্ষণ দুপক্ষেরই বজায় থাকবে এবং তার প্রভাব পারিবারিক জীবনে পড়বে।


মঙ্গল- আমরা জানি মঙ্গল সৃষ্টি ও শক্তির গুনে পূর্ণ ।সুতরাং মঙ্গল পুরুষ ছকে এবং রাহু স্ত্রীর ছকে খুবই শুভ অবস্থান হবে। সুতরাং উভয় মিলিয়ে যেকোনো কাজ খুব আগ্রহ ভাবে ও নতুন কিছু করার ও সমস্যার সমাধানের মানসিকতা নিয়ে ওই এগিয়ে যাবে।


বুধ- বুধ যেহেতু বুদ্ধিমত্তার কারক গ্রহ , সেই হেতু কিছুটা কম হলেও রাহুর ব্যক্তির উপর তার প্রভাব পড়বে ।তবে উভয়ের মধ্যে যোগাযোগ, শিক্ষার উন্নতি এবং ব্যবসায়িক উন্নতি ঘটবে এবং দুজনেই খুব ভালো বন্ধু হবে।

বৃহষ্পতি – এই অবস্থান উভয়ের পক্ষে খুব মঙ্গলকারী। ব্যবসার উন্নতি, সহ্যশক্তি বৃদ্ধি , দৃধতার উন্নতি হবে ।তবে বেশি মাত্রায় বাস্তববাদী হওয়াতে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে।


শুক্র – নিজেদের মধ্যে খুবই সখ্যতা বজায় থাকবে। একে অপরকে ছাড়া চলা মুশকিল। বেশি মাত্রায় সখ্যতা নিজেদের মধ্যে সমস্যা তৈরি করতে পারে।

শনি- বিবাহের ক্ষেত্রে এই অবস্থান সমস্যা আনতে পারে। একটা নিয়মানুবর্তিতা, বাধ্যবাধকতা ,কর্তব্য ইত্যাদি শনির ব্যক্তির দ্বারা রাহুর জাতক বা জাতিকার উপর এসে পড়বে। যেহেতু বৈবাহিক সম্পর্ক খুবই পলকা তাই এটা বজায় রাখতে গিয়ে নিজেদের মধ্যে সমস্যা হবে। এটা মালিক ও কর্মী বা উর্ধ্বতন ও নিম্নপদস্থ কর্মীদের মধ্যেও হতে পারে।


রাহু – এই অবস্থান উভয়ের ক্ষেত্রে ভালো বোঝাপড়া সৃষ্টি করবে। উভয়ে মিলে সামাজিক, গৃহস্থ অবস্থাগুলির ধীরে ধীরে উন্নতি করবে ।সুতরাং উৎসাহ বজায় থাকার নিজেদের মধ্যে কোন ঝঞ্ঝাট তৈরি হবার সম্ভাবনা থাকে না।


কেতু- কেতুর জাতক বা জাতিকার কিছু পূর্ব অভিজ্ঞতার কারণে সংসার সুখের হবে। তবে রাহুর ব্যক্তির পক্ষে সংসারের বিভিন্ন দিকগুলো ধীরে ধীরে শিখে নেবার প্রয়োজন বোধ হবে।


ইউরেনাস- এই অবস্থান বৈবাহিক ও ব্যবসায়িক দিকের ক্ষেত্রে শুভকারী হয়।

নেপচুন- এই অবস্থান ও নিজেদের মধ্যে পারস্পরিক যোগসূত্র ও সমঝোতা বাড়িয়ে দেয়।


প্লুটো- এই অবস্থান পারস্পরিক সামঞ্জস্যতা বাড়িয়ে দেয়।

To Book your Appointment with Online Wedding Astrologer in Kolkata Dr. Jayanta Goswami please call 9830691553

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *