Know About Pisces Zodiac Sign By Dr. Jayanta Goswami

May 24, 2023

Know About Pisces Zodiac Sign

Know About Pisces Zodiac Sign By Dr. Jayanta Goswami

কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন

মীন রাশি

মীন রাশিচক্রের শেষ অর্থাৎ দ্বাদশ রাশি। শনির পক্ষে এই রাশিটি অনুকূল ।রবি মঙ্গল চন্দ্র এই রাশির পক্ষে ভালো। মিন জাতকেরা সাধারণত একটু লম্বা চেহারার হয়ে থাকে, এদের কেউ দীর্ঘদেয় না হলেও এদের ওজন দীর্ঘ দেহীদের সমান ।চেহারা গোলগাল বলে হাত পা ছোট বলে মনে হয়। চোখ বড় এবং আয়ত। চুল রেশমি নরম ।এই জাতকেরা জ্ঞানী সন্ধানী, অস্থির স্বপ্ন বিলাসী চিন্তাশীল ।এরা কল্পনার জগতে বাস করতে চায়। এরা সৎ অপরের ক্ষতি করতে চায় না। নতুন নতুন আদর্শ বা ধ্যান ধারণার জন্য এদের জগৎ। এরা নম্র ও ভদ্র। এরা প্ল্যানিং কমিশনের পক্ষে আদর্শ ।কোনো রহস্যপূর্ণ ব্যাপারের দিকে ঝোঁক থাকে, এরা প্রবৃত্ত জীবন যাপনের পক্ষপাতি। সাধারণত এরা একটু ভীরু প্রকৃতির হয়। আত্মপ্রত্যয়ের অভাব দেখা যায়। এদের প্রতিবেশীরা ভালো এবং এই জাতকের সঙ্গে তাদের হৃদ তা থাকে।

Know About Pisces Zodiac Sign

অনেক সময় এই জাতকেরা বেইসাবি খরচ করে থাকে, যত আয় করে ততটাই ব্যয় করে থাকে । জাতকরা সরল এবং পরিবর্তন প্রিয়। ভ্রমন এরা ভালোবাসে ।বাসস্থান বার বার বদল করে, এরা বন্ধু-বান্ধবের উপর অতিশয় বিশ্বাস স্থাপন করে এবং যথারীতি ফল ভোগ করে। মিন জাতকেরা গ্যাস্টিক রোগে ভোগে ।পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া সম্ভাবনা থাকে। এই জাতকের মধ্যে ব্যবসা করার স্বাভাবিক যোগ্যতা থাকে। এছাড়া ডাক্তার হিসাবেও এরা সফল হয় ।চাকরি করলে নৌ সংক্রান্ত অথবা শিপিং ক্লিয়ারিং এজেন্ট ,আফগারি বিভাগে কাজ করতে পারে। ব্যবসা করলে পানীয় ,রাসায়নিক জিনিস, সাঁতারের পোশাক অথবা শিক্ষা দপ্তরে,অর্থ বা চিকিৎসা বিভাগ কাজ করতে পারে।

বৃদ্ধ বয়সে যাতে সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয় সেজন্য এরা এমন নিরাপদ প্রকল্পে লগ্নি করে রাখে যেখান থেকে সহজে অর্থ ফেরত পাওয়া যায়। রবি যদি সহায়ক হয় তবে এদের স্থায়ী ও সরকারি চাকরি পেতে পারে ।বৃহস্পতি সহায়ক হলে জাতকেরা রাজনীতিবিদ বা দার্শনিক করে তুলতে পারে। এদের সাহায্যকারী সৎ বন্ধু থাকে। এই জাতকেরা প্রেমের কাঙ্গাল ।বিন্দুমাত্র প্রীতি বা ভালোবাসা পেলে এরা গদ গদ হয়ে পড়ে ।সারা জীবন প্রেমময় জগতে থাকতে চায়। সন্তানদের এরা গভীর স্নেহ করে। এবং অনেক সময় তার সন্তানদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

শুভ দিন : বৃহস্পতি মঙ্গল রবি। সোম ও শনি ক্ষতিকারক।

শুভ বর্ণ লাল হলুদ গোলাপি। কমলা নীল বর্ণ বর্জনীয় ।
শুভ সংখ্যা এক চার তিন নয়।
আট সংখ্যা বর্জন করা উচিত।

To Book your Appointment with Dr. Jayanta Goswami, Things to Know About Pisces Zodiac Sign. Please call 9830691553 for consultation.

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *