Kaal Sarp Yog

June 23, 2022

Kaal Sarp Yog

কালসর্প দোষ ও তার প্রতিকার / Kaal Sarp Yog By Dr. Jayanta Goswami

আমরা জানি 12 রকমের কালসর্প যোগ বর্তমান। কালসর্প দোষে জন্ম ছকে রাহু ও কেতুর অবস্থানে যেকোনো একদিকে বাকি গ্রহণ অবস্থিত হয়।


১. অনন্তনাগ কালসর্প যোগ
যখন লগ্নে রাহু ও সপ্তমে কেতু অবস্থান করে বাকি গ্রহ গন তাহাদের মধ্যে অবস্থান করে ।এই যোগে জাতক সারাজীবন কষ্ট করেও সাফল্য পায় না এবং সাংসারিক জীবন বিঘ্নিত হয়।


২. কুলিক কালসর্প যোগ
যখন রাহুর অবস্থান দ্বিতীয় এবং কেতু অষ্টম স্থানে অবস্থান করে। এর ফলে জাতক সারা জীবনে অর্থ সঞ্চয় করতে পারে না এবং দাম্পত্য জীবন সুখের হয় না।


৩. বাসুকি কালসর্প যোগ
এখানে রাহুর অবস্থান তৃতীয় স্থানে এবং কেতু নবম এ অবস্থান করে। বাকি গ্রহ গন তাদের মধ্যে অবস্থান করে। এর ফলে জাতক-জাতিকা নিজের পায়ে দাঁড়াতে প্রচুর পরিশ্রম করতে হয়। ভাতৃ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংঘাত ও ভাগ্য বিপর্যয় ঘটে থাকে।


৪. শঙ্খ পাল কালসর্প যোগ
রাহুর অবস্থান চতুর্থ ও কেতু দশমে অবস্থান এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত এবং হঠাৎ করে ভাগ্য বা কর্মজীবনেও অন্ধকার নেমে আসতে পারে।

৫. পদ্মনাভ কালসর্প যোগ
এখানে রাহুর অবস্থান পঞ্চমে কেতু একদশ স্থানে অবস্থান করে। এর ফলে ভাগ্যবিপর্যয়, শিক্ষা, সন্তানের সমস্যা, প্রেম-প্রীতি বিঘ্নিত এবং সর্বোপরি সাফল্য একদম আসতে চায় না।


৬. মহাপদ্মনাভ কালসর্প যোগ।

রাহুর অবস্থান ষষ্ঠ স্থানে এবং কেতু দ্বাদশে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয় ।এর ফলে শত্রু বৃদ্ধি, রোগভোগ ,অদ্ভুত চরিত্রের অধিকারী ,শৃঙ্খলা ভঙ্গ এবং কর্মজীবনে সংঘাত লেগে থাকে। হাজতবাস ও হতে পারে এই যোগে।

Kaal Sarp Yog

৭. তক্ষক কালসর্প যোগ
রাহুর অবস্থান সপ্তমে এবং কেতু লগ্নে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয় ।শারীরিক সমস্যা, দাম্পত্য কলহ ,ভালোবাসা বিঘ্নিত, ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে সংঘাত ইত্যাদি দেখা দেয় এই যোগে।

৮. কারকত্বক কালসর্প যোগ
এই যোগে রাহুর অবস্থান অষ্টম ও কেতু দ্বিতীয় এ অবস্থান হয়ে থাকে। বাকি গ্রহগুলি এদের মধ্যে অবস্থান করে। অযথা নেশাভান করা, বিশ্রী ভাষায় কথা বলা ,সাংসারিক শান্তি বিঘ্নিত ,অর্থের কষ্ট এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এই যোগে ঘটে থাকে।


৯. শঙ্খচুড় কালসর্প যোগ
রাহু নবমে ও কেতুর অবস্থান তৃতীয় হলে জন্মছকে এই যোগ সৃষ্টি হয় ।
এই যোগে ভাগ্যবিপর্যয়, ভাতা ও ভগ্নীদের সাথে বিরোধ ,নিজের নামে কলঙ্ক লাগা ও পিতার সাথে বিরোধ ঘটে থাকে এই যুগে।


১০. ঘটক কালসর্প যোগ
রাহু জন্ম ছকে দশমে ও কেতু চতুর্থে অবস্থান এবং বাকিগুলো এদের মধ্যে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। কর্মজীবন বিঘ্নিত, রাজনীতিতে উত্থান-পতন ,কিছু বাজে স্বভাব ,কর্মস্থলে সিনিয়রের সাথে সংঘাত এই যোগে ঘটে থাকে।


১১. বিষধর কালসর্প যোগ
এই যোগে রাহু একাদশে এবং কেতু পঞ্চমে এবং বাকি গ্রহ এদের মধ্যে অবস্থান করলে এই রোগ সৃষ্টি হয়। এই যোগে শিক্ষায় বিঘ্ন, পার্টনারের সাথে বিরোধ ,ফাটকায় ক্ষতি, দাম্ভিকতা ক্ষতির কারণ, কর্মস্থান থেকে শান্তি বিঘ্নিত এই যোগে ঘটতে পারে।

১২. শেষনাগ কালসর্প যোগ
রাহুর অবস্থান দ্বাদশ স্থানে ও কেতু ষষ্ঠ স্থানে বাকি গ্রহ এদের মধ্যে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগে স্বার্থপরতা ,চোখের সমস্যা নিচু মন মানসিকতা, বিদেশ যাবার যোগ ,হিসাব ছাড়া খরচ এই যোগে সৃষ্টি হয়।

কালসর্প দোষের প্রতিকার এর কয়েকটি তথ্য

Remedies of Kaal Sarp Yog


১.কালসর্প দোষ কাটাতে গেলে সবচেয়ে ভালো হয় যদি নিজে গিয়ে ত্রমবকেস্বরমন্দির (নাসিকের কাছে) এ নির্দিষ্ট পদ্ধতি মেনে পুজো দেওয়া। এই মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের (শিব) মধ্যে একটি। যদি জাতক এই যোগের কারণে ভোগে তবে মন্দিরের পুরোহিতের মাধ্যমে পুজো দেয়া উচিত।
২. প্রত্যহ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা।
৩. শ্রাবণ মাসের নাগপঞ্চমী পালন করা।
৪. ময়ূরের পালক ঘরে এবং কাজের জায়গায় রাখা।
৫. চন্দন কাঠের মধ্যে তৈরি এক জোড়া শিব পার্বতীর মূর্তি গলায় ঝুলিয়ে রাখা।
৬. তামার তৈরি একটি সর্প কোন শিবমন্দিরে প্রদান করা।
৭. লোহার তৈরি একজোড়া সর্প নদীতে ভাসান।
৮. নদীকে একটুকরো কয়লা ভাসানো।
৯. ভিক্ষুককে মুলা প্রদান করা।
১০. মাথার কাছে রাত্রিতে কিছু যব রাখা এবং পরদিন সকালে সেটি পাখিকে খাওয়ানো।
১১. বৈবাহিক অনুষ্ঠানের স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বিতীয়বারের জন্য আয়োজন করা।
১২. শুকনো নারিকেল নদীতে বিসর্জন দেওয়া।

To Book your Appointment for the Remedies of Kaal Sarp Yog kindly consult with Dr. Jayanta Goswami on 9830691553

Leave a Reply:

Your email address will not be published. Required fields are marked *